ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যাত্রা শুরু হল ই-কমার্স অ্যালায়েন্সের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
যাত্রা শুরু হল ই-কমার্স অ্যালায়েন্সের ছবি : জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সম্ভাবনাময় ও বিকাশমান অনলাইন ব্যবসাকে (ই-কর্মাস) এগিয়ে নিতে একটি কমন প্লাটফর্ম তৈরির লক্ষ্যে যাত্রা শুরু হল বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস(বেসিস) ই-কর্মাস অ্যালায়েন্স।

রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

 

এসময় তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশে ই-কর্মাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

ই-কর্মাসের মাধ্যমে দেশের গ্রাহকদের পাশাপাশি বিশ্ব বাজারেও দ্রুত  আমাদের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ এসেছে।

ই-কর্মাস অ্যালায়েন্সের মাধ্যমে দেশের ই-কমার্স কমিউনিটিকে তুলে ধরা হবে।

অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা সর্ম্পকিত বিষয়ে প্রয়োজনীয় পলিসি, যোগাযোগ উন্নয়ন ও নেটওয়ার্কিং এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ই-কর্মাসের সচেতনতা বৃদ্ধি করা হবে।

ই-কর্মাস অ্যালায়েন্সের কার্যক্রম হচ্ছে দেশের অনলাইন মার্কেটগুলোকে একজোট করে সম্ভাবণাময় বাজারকে ক্রমেই প্রসারিত করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া।

এতে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরি হবে। ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল তৈরিতে ভূমিকা রাখবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বেসিসের সভাপতি শামীম আহসান।

তিনি বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ১০টি বড় ইন্টারনেট ব্যবহারকারী দেশের একটি। রাজধানীর বাইরে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ে কুরিয়ার সার্ভিসের সঙ্গে চুক্তির চেষ্টা করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক, আবুল কাশেম, বেসিসের সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ মাহফুজুল আরিফ প্রমুখ।

দেশে বর্তমানে শতাধিক ই-কর্মাস ও ২ হাজার এফ কর্মাস প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল: ৫, ২০১৫
এসই/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।