ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমক্যাশ-এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
এমক্যাশ-এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস এমক্যাশের সাথে রেমিট্যান্স সেবা চালু করল গ্লোবাল মানি ট্রান্সফার কোম্পানি এক্সপ্রেস মানি।

গত রোববার(৫ এপ্রিল ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার।



ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহা. শামসুল হক, মুহাম্মদ আবুল বাশার,  মো. মাহবুব উল আলম ও রফি আহমেদ বেগ, এক্সিকিউটিভ ভাইস  প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে এক্সপ্রেস মানির গ্রাহকরা সরাসরি এমক্যাশ একাউন্টে রেমিট্যান্স প্রেরণ এবং এমক্যাশ এজেন্টের কাছ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা টাকা স্থানান্তর, ডিপোজিট করা, ইউটিলিটি বিল ও মার্চেন্ট বিল পরিশোধ, ফি প্রদান ও আই-টপ-আপসহ এমক্যাশের সকল সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।