ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পহেলা বৈশাখে বিকাশ দিয়ে কেনাকাটায় ২০% ক্যাশ ব্যাক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
পহেলা বৈশাখে বিকাশ দিয়ে কেনাকাটায় ২০% ক্যাশ ব্যাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে বিকাশ গ্রাহকরা পাচ্ছেন কেনাকাটায় ২০ শতাংশ ক্যাশ ব্যাক। দেশের ২৮টি প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস ও অনলাইন শপগুলো থেকে পণ্য কেনাকাটায় বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলেই সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে।



সোমবার (০৬ এপ্রিল) বিকেলে বিকাশের পিআর অ্যান্ড মিডিয়া রিলেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার জাহেদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার (০৫ এপ্রিল) থেকে শুরু হওয়া আগামী ১৮ এপ্রিল (শনিবার) পর্যন্ত এ অফারটি চলমান থাকবে।

এই অফারের আওতায় কেনাকাটার ব্র্যান্ডগুলোর হচ্ছে- আড়ং, অ্যাড্রইট, অহং, আম্বার লাইফস্টাইল, ক্যাটস আই, ডুয়েট এডি ঐতিহ্য, আল-আমর, জেন্টল পার্ক, জ্যোতি, জেনিস, কে.জেড, লোটো, ওটু, রঙ, রেক্স, ইয়েলো, ওম্যান্স ওয়ার্ল্ড, আজকেরডিল ডট কম, এখনি ডটকম, ব্যাপারী ডটকম, বিপণী ডটকম, বাইমিব্র্যান্ড ডটকম, বাই২৪ ডটকমবিডি, এসো ডটকম, আইফেরি ডটকম, প্রিয়শপ ডটকম, টারটল। অফার চলাকালীন সময়ে বিকাশ গ্রাহকরা এ ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর ২৪৪টি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন।

এ প্রসঙ্গে বিকাশ’র চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন বলেন, ক্যাশ ব্যাক অফারটি আমাদের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার। এর মাধ্যমে গ্রাহকরা দেশের সেরা ব্র্যান্ডগুলোর আউটলেট থেকে তাদের পছন্দের পণ্যের কেনাকাটায় মূল্য বিকাশ দিয়ে পরিশোধ করে, ক্যাশ ব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। সেবা পরিধি সম্প্রসারণের মাধ্যমে বিকাশ তার ব্যবহারকারীদের আর্থিক লেনদেন সহজ ও সুবিধাজনক করার ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ দেশের বিশাল জনগোষ্ঠীকে পূর্ণ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।