ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একনেকে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকার ৩ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
একনেকে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকার ৩ প্রকল্প অনুমোদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকার ৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার(৭ এপ্রিল’২০১৫) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।



বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একনেক সভায় ৩টি প্রকল্পে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি খাত থেকে (জিওবি) ৬২২ কোটি ৫১ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হবে।

সিলেটে সড়ক নির্মাণ প্রকল্প
বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়ককে উন্নীতকরণ’ শীর্ষক একটি প্রকল্পটি সভায় অনুমোদিত হয়।

এ প্রকল্পের আওতায় সিলেট জেলায় সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের ২৭কি.মি. এবং ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ৫কি.মি বাইপাস সড়কসহ প্রায় ৩২কি.মি. সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে।

এ সড়ককে কেন মহাসড়কে পরিণত করা হবে তার ব্যাখ্যা দেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, এ সড়কটি সিলেট শহরের সাথে ভোলাগঞ্জ স্থল বন্দরকে সংযুক্ত করেছে। আর এই ভোলাগঞ্জ থেকেই দেশের ৭০ভাগ পাথর আহরিত হয়।
 
তাছাড়া, এ স্থল বন্দর দিয়েই ভারত থেকে লাইমস্টোন আমদানি করা হয়। বর্তমানে সড়কটিতে প্রতিদিন প্রায় ৫০০০ মালবাহী ট্রাক যাতায়াত করে যার পরিমান ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। তাই এ সড়কটিকে জাতীয় মহাসড়কে উন্নীত করা একান্ত দরকার হয়ে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ জিওবি অর্থায়নে প্রায় ৪৪২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর মার্চ ২০১৫ থেকে ফেব্রুয়ারি ২০১৮ মেয়াদে প্রকল্পটি সম্পন্ন করবে।
 
যাত্রীবাহী জাহাজ ক্রয় সংক্রান্ত প্রকল্প
নদীপথে দেশের দক্ষিণাঞ্চলের রাজধানীর যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করার লক্ষ্যে দুটি যাত্রীবাহী জাহাজ কেনা হবে। প্রতিটি জাহাজের আসন থাকবে ৭৬৪টি। এজন্য একনেক সভায় ’ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে পরিচালনার জন্য ২টি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।

রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, খুলনা জেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষেই জাহাজ দুটি কেনা হবে। এতে মোট ব্যয় করা হবে ৭২ কোটি ২৪ লাখ টাকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১৯৭২ সালে বিআইডব্লিউটিসি প্রতিষ্ঠার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ রুটটিতে যাত্রী পরিবহণের জন্য বর্তমানে ৬টি জাহাজ নিয়োজিত রয়েছে। এর মধ্যে পাঁচটি জাহাজ অত্যন্ত পুরাতন হাওয়ায় জাহাজগুলোর মাধ্যমে নিরাপদ যাত্রীবাহী সার্ভিস সম্ভব হচ্ছে না। এর ফলে ঢাকা-বরিশাল রুটে জাহাজ দু’টি কেনা হচ্ছে।

উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ প্রকল্প
দেশের ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করতে প্রাথমিক সুবিধা সম্বলিত অবকাঠামো নির্মাণে ১২৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত করবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় মন্ত্রী বলেন, একনেক সভায় ৬টি প্রকল্প ওঠার কথা থাকলেও ৩টি প্রকল্প শেষ পর্যন্ত বাদ দেয়া হয়। এই ৩টি প্রকল্প ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রকৃত অর্থে, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের কারণে নির্বাচন আচরণবিধির সাথে সাংঘর্ষিক হতে পারে এমন ভাবনা থেকে প্রকল্প ৩টি প্রত্যাহার করা হলো। সিটি কর্পোরেশনের নির্বাচন শেষে এই ৩টি প্রকল্প একনেকে উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মন্ত্রি পরিষদের সদস্যবৃন্দ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।