ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ জমা দিলো কাফকো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ জমা দিলো কাফকো

ঢাকা: সরকারি অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) তাদের লভ্যাংশের টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিয়েছে।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে লভ্যাংশের এক কোটি ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।



শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে কাফকোর কর্মকর্তারা লভ্যাংশের এ চেক হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়জুর রহমান, কাফকোর জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) আসিফ আইনুল হক, সেক্রেটারি রবিউল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল আবেদীন ও সিবিএ’র প্রেসিডেন্ট ওসমান গনি রাসেল উপস্থিত ছিলেন।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সবার কাছ থেকে লভ্যাংশের টাকা নিয়ে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই প্রথম সরকারি অংশীদারিত্বমূলক কোনো প্রতিষ্ঠান শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশের টাকা হস্তান্তর করলো বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এ পর্যন্ত প্রায় একশ’ কোটি টাকা জমা হয়েছে বলেও তিনি জানান।

শ্রম আইন-২০০৬ অনুযায়ী, কোম্পানির নিট লভ্যাংশের ৫ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিতে হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআইএইচ/আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।