ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্যাস-বিদ্যুৎ বিতরণের ক্ষমতা পাবে বিনিয়োগ বোর্ড

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
গ্যাস-বিদ্যুৎ বিতরণের ক্ষমতা পাবে বিনিয়োগ বোর্ড ছবি: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: বিনিয়োগ আকর্ষণে আগামী বাজেটে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডকে গ্যাস ও বিদ্যুৎ বিতরণের ক্ষমতা দেওয়া হবে। দেশের মোট সরবরাহের দুই শতাংশ গ্যাস ও বিদ্যুৎ বিতরণ করতে পারবে বিনিয়োগ বোর্ড।



বুধবার (০৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, কোম্পানিগুলোই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করবে। তবে এর দুই শতাংশ বিতরণের ক্ষমতা থাকবে বিনিয়োগ বোর্ডের হাতে। আর বিনিয়োগ বোর্ডকে যে ক্ষমতা দেওয়া হচ্ছে তার শতভাগ বছর জুড়ে তারা বিতরণ করতে পারবে।

আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রসঙ্গ টেনে বলেন, সারাবিশ্বে বছরে ১৮০০ বিলিয়ন মার্কিন ডলার এফডিআই হচ্ছে। সেখানে বাংলাদেশে তা আছে মাত্র এক বিলিয়ন মার্কিন ডলার।

বিনিয়োগ আকৃষ্ট করতে এই অর্থনীতিবিদ বিনিয়োগ বোর্ডের কাছে গ্যাস ও বিদ্যুতের দুই শতাংশ বিতরণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেন।

এ প্রস্তাবের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ড. ফরাসউদ্দিনের প্রস্তাবটি খুবই ভালো। এটি আগামী বাজেটে অবশ্যই বাস্তবায়ন করা হবে।     

ড. ফরাসউদ্দিন আহমেদ বলেন, বিদেশি যেসব ঋণ আসছে তা বিনিয়োগ হচ্ছে কিনা তার সঠিক নজিরদারি হচ্ছে না। এর উত্তরে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে।

প্রাক বাজেট আলোচনায় আরও অংশ নিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান, ড. রেহমান সোবহান, ড. সালেহ উদ্দিন আহমেদ, সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, ড. খলিকুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, খন্দকার বজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
আইএইচ/এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।