ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
পর্দা উঠলো দশম অটোমোবাইল প্রদর্শনীর ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নজরকাড়া নতুন প্রযুক্তির গাড়ি, মোটরসাইকেল এবং গণপরিবহনের সম্প্রসারণের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে শুরু হলো ‘দশম নিটল-নিলয় ঢাকা মোটর শো’ এবং ঢাকা বাইক শো-২০১৫’ প্রদর্শনী।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ এপ্রিল পর্যন্ত। দেশের এ বৃহৎ অটোমোবাইল প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

অটোমোবাইল প্রদর্শনীতে ৪০০টিরও বেশি স্টলে দেশি-বিদেশি অটোমোবাইল উৎপাদন, সংযোজন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর গাড়ি, মোটরসাইকেল যন্ত্রাংশ, লুব্রিক্যান্ট এবং সিএনজিতে রূপান্তরের যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।

দেশে ছোট ছোট গাড়ির সংখ্যা বাড়ছে উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সড়কে প্রতিদিনই নতুন নতুন ছোট (ব্যক্তিগত) গাড়ি আসার ফলে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। অটোমোবাইল উৎপাদন এবং আমাদানিকারক প্রতিষ্ঠানের উচিত গণমুখি পরিবহন বাড়ানো। এতে যানজট অনেকটাই কমবে।

ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশের সড়কের অবস্থা অতীতের চেয়ে ভালো হলেও সড়ক দুর্ঘটনা কমছে না। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে  দুর্ঘটনা ঘটছে। এজন্য তিনি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনা বাড়ানোর আহ্বান জানান। এসময় তিনি নিবন্ধনহীন অবৈধ মোটরযানের নিবন্ধন করারও তাগিদ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ একদিন মোটর গাড়ি উৎপাদনে সক্ষমতা অর্জন করবে। দেশের প্রবৃদ্ধি অর্জনে অটোমোবাইল খাতও ভূমিকা রাখবে। এজন্য বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান তিনি।

ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি হোসেন খালেদ বলেন, দেশের অটোমোবাইল খাত এখনও স্থিরাবস্থায় আসেনি। বিনিয়োগকারীরা এ খাতে ভর্তুকি দিচ্ছেন। কিন্তু সঠিক নিয়মনীতি চালু হলে এখাতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বেকারদের অনেকেরই কর্মসংস্থান হবে।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বলেন, মোটরসাইকেলের অত্যধিক দাম এবং উচ্চ নিবন্ধন ফি’র কারণে তরুণরা মোটরসাইকেলের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছে। এ সমস্যা সমাধানে দেশে মোটরসাইকেল উৎপাদনে এগিয়ে আসার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

মেলার আয়োজক সেমস গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের সভাপতি মেহেরুন এন ইসলাম বলেন, দশমবারের মতো দেশে বড় আকারের মোটর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবারই প্রথম অটোমোবাইলের পাশাপাশি বাইক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ১০টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।  

বসুন্ধরা কনভেনশন সিটির উন্মুক্ত জায়গা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অটোমোবাইল প্রদর্শনীর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে নিটল-নিলয় গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে উত্তরা গ্রুপ। প্রদর্শনীর গোল্ড স্পন্সর টিভিএস।

এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দ্য ডেইলি স্টার, দৈনিক সমকাল এবং রেভল্যুশন। এছাড়া ব্রডকাস্ট পার্টনার ইন্ডিপেন্ডেন্ট টিভি ও রেডিও ফূর্তি। ক্রিয়েটিভ পার্টনার মার্কেট এজ এবং অনলাইন পার্টনার বিক্রয় ডটকম।

ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদশর্নীটি উন্মুক্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে প্রদশর্নী।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে দর্শনার্থীরা বিভিন্ন মডেলের মোটর দেখার পাশাপাশি বুকিংও দিতে পারবেন। এছাড়া ব্যবসায়ীরাও বিভিন্ন মডেলের গাড়ি দেখে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
সম্পাদনা:জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।