প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: নগদ টাকায় গাড়ি কেনার পাশাপাশি বুকিং দিলেই দেড় লাখ টাকা পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে উত্তরা মোটরস লিমিটেড।
‘দশম নিটল নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা মোটর বাইক শো ২০১৫’তে এ ছাড় দিচ্ছে উত্তরা মোটরস।
গাড়ি ব্যবহার করতে ইচ্ছুক এমন ক্রেতাদের জন্য ‘বিশাল ছাড়’ নিয়ে হাজির হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের ভীড় লেগেই আছে উত্তরা মোটরস এর স্টলে। মাত্র এক লাখ টাকা ডাউনপেমেন্ট দিয়ে যেকোন একটি গাড়ি কিনে সহজেই ক্রেতারা এ সুযোগ গ্রহণ করতে পারেন।
শুক্রবার (১০ এপ্রিল) উত্তরা মোটরস এর স্টলে খোঁজ নিয়ে জানা গেল, প্রদর্শনী উপলক্ষে একেবারে নতুন দুটি গাড়িসহ চারটি গাড়ির ওপর ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়া হচ্ছে।
উত্তরা মোটরস লিমিটেডের এক্সিকিউটিভ (সেলস) তারিকুল ইসলাম তারিক বাংলানিউজকে জানান, ‘অলটো কে ১০’ গাড়িটি ৭৫ হাজার টাকা ছাড়ে ১২ লাখ ৭৫ হাজার টাকায় এবং ‘সিয়াজ’ গাড়িটি এক লাখ টাকা ছাড়ে ২৩ লাখ টাকায় বিক্রি হচ্ছে। একেবারেই নতুন গাড়ি দুটি প্রদর্শনীতেই উদ্বোধন করা হয়েছে।
এছাড়া ‘ওয়াগনআর’ এক লাখ টাকা ছাড়ে ১২ লাখ ৭৫ হাজার টাকায়, ডিজায়ার ৫০ হাজার টাকা ছাড়ে ২১ লাখ টাকায় এবং ‘অলটো ৮০০’ গাড়িটি ৫০ হাজার টাকা ছাড়ে ৯ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শুধু প্রদর্শনী উপলক্ষে এ ছাড় দেওয়া হয়েছে। শো রুম থেকে কিনলে এসব ছাড় পাওয়া যাবে না বলেও জানান তারিকুল ইসলাম।
সহজ শর্তে সরাসরি ৩৬ ও ৪৮ মাসের কিস্তিতে এসব গাড়ির কেনার সুযোগও রয়েছে। এতে কোনো হিডেন ও প্রসেসিং ফি নেই।
বিশ্বখ্যাত সুজুকি ও মারুতির এসব গাড়ি ছাড়ে কিনতে পেরে ক্রেতারাও বেশ খুশি। ক্রেতারা এসব গাড়ি কিনে বিনামূল্যে এক বছরের মেইনটেন্যান্স ও ফ্রি ওয়ারেন্টিও পাচ্ছেন তারা।
উত্তরা মোটরস লিমিটেডের ডেপুটি হেড (সেলস) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, গাড়ি ব্যবহারকারীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ভালো ও গুণগত মানের গাড়ি সরবরাহ করে আসছে উত্তরা মোটরস। এতে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে থেকে বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, সময়োপযোগী, আধুনিক মডেল ও প্রযুক্তিনির্ভর গাড়ি দেশের বাজারে সরবরাহ করায় এরই মধ্যে ক্রেতাদের মন জয় করেছে উত্তরা মোটরস। ক্রেতারা এসব গাড়ি কিনতে পারেন উত্তরা মোটরসের যে কোন শো রুম থেকে। আর প্রদর্শনীতে কিনলে বিশেষ ছাড়ের ব্যবস্থা তো রয়েছেই।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
একে/এসএন/আরআই