ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০৩৫ সালে দারিদ্র্যের হার ৪ শতাংশে নামবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
২০৩৫ সালে দারিদ্র্যের হার ৪ শতাংশে নামবে ড. আতিউর রহমান

ঢাকা: বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলে ২০৩৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ৪ শতাংশে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

রাজধানীতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় উঠে এসেছে, বর্তমান উন্নয়নের প্রবৃদ্ধি বজায় থাকলে ২০৩৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ৪ শতাংশে নেমে আসবে। আর সেই লক্ষ্যে কাজ চলছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, সর্বশেষ বোর্ড মিটিংয়ে গাভী ও দুগ্ধজাত পণ্যের উন্নয়নে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি মসলায় ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া যায় তাহলে গাভীতে কেন ৫ শতাংশ দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে অর্থমন্ত্রণালয়কে মাত্র ৫ শতাংশ ঘাটতি দিতে হবে। গ্রামের ঘোষ বাড়ির মেয়েরা এই প্রকল্পে ঘি, পনিরসহ দুগ্ধজাত নানা দ্রব্য তৈরি করতে পারবেন।

অন্যদিকে মোবাইল ব্যাংকিংয়ে পোশাক শিল্পের নারী শ্রমিকদের যুক্ত করা গেলে বিশাল বিপ্লব সম্ভব হবে বলেও জানান গভর্নর।

ড. আতিউর বলেন, প্রযুক্তির ব্যবহার করে লিঙ্গ বৈষম্য কমানো সম্ভব। মোবাইল  ব্যাংকিংয়ে ইতোমধ্যে ২ কোটি ৬০ লাখ হিসাব খোলা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের মোবাইল ব্যাংকিং সেবা প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার যেকোন দেশের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে নানা পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক নিয়েছে।

বিআইবিএম’র মহাব্যবস্থাপক (ডিজি) তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।