ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিকদার অর্গানিক মার্কেটের উদ্বোধন

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
সিকদার অর্গানিক মার্কেটের উদ্বোধন

ঢাকা: নিজস্ব উৎপাদিত ও শতভাগ ফর্মালিনমুক্ত পণ্যের প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর পশ্চিম ধানমণ্ডিতে সিকদার মেডিকেলের সামনে ‘সিকদার অর্গানিক মার্কেট’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা সিকদার ফিতা কেটে এ মার্কেটের উদ্বোধন করেন।



এ সময় সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, পরিচালক মমতাজুল হক ও লিসা ফাতেমা হক এবং নির্বাহী পরিচালক সালাহউদ্দীন খান ছিলেন।

এ চেইন সুপার শপে একই ছাদের নীচে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সুলভ মূল্যে কিনতে পারবেন ক্রেতারা। উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে ক্রেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।