ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উইকেটসএনরানস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
‘উইকেটসএনরানস’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকার বনানীতে ‘আমরা’ ম্যানেজমেন্ট সলিউশনস (এএমএস) প্রাঙ্গনে সোমবার ‘উইকেটসএনরানস’ প্রতিযাগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ‘আমরা’ কোম্পানিস, ডায়মন্ড ওয়ার্ল্ড ও সান চিপস-এর সৌজন্যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২১ জন বিজয়ীর হাতে তুলে দেয়া পুরস্কার।



প্রথম পুরস্কার হিসেবে স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পেয়েছেন সুপ্রিয়া ঘোষ (পিংকি), দিতীয় পুরস্কার হিসেবে হীরার লকেট পান তুষার আলী এবং তৃতীয় ও সেরা নারীর পুরস্কার হিসেবে হীরার আংটি পান আদুরী খাতুন।

অনুষ্ঠানে কাশেম ফুড প্রডাকটস লিমিটেড (সান চিপস) এর সহকারী মহাব্যবস্থাপক মাশুকুল আলম, ডায়মন্ড ওয়ার্ল্ড এর পিন্টু আগারওয়ালা এবং প্রতিযোগিতার সহ-পৃষ্ঠপোষক রেডিও ফূর্তির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘আমরা’ কোম্পানিস এর পক্ষে ছিলেন সোহেল আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা, আমরা রিসোর্সেস লিমিটেড; এ.এম এহসানুল হক, উপ-মহাব্যবস্থাপক, বিক্রয়
এবং মুনতাসির আহমেদ, জেষ্ঠ্য ব্যবস্থাপক, ব্র্যান্ড ও পণ্য-উন্নয়ন।

উল্লেখ্য, ‘আমরা’ কোম্পানিস এর উদ্যোগে ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ নিয়ে অনলাইনে দেড় মাসব্যাপী চলে ‘উইকেটসএনরানস’ প্রতিযোগিতা।

বাংলোদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।