ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওজনে কারচুপিসহ বিভিন্ন অপরাধে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
ওজনে কারচুপিসহ বিভিন্ন অপরাধে জরিমানা

ঢাকা: রাজধানীর পল্লবী ও রুপনগর এলাকায় অভিযান চালিয়ে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ছয় প্রতিষ্ঠানের মালিককে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বুধবার  (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ড. শেখ মুহ. রেজাউল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
কার্যালয় সূত্র জানায়, পল্লবী ও রুপনগর এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে সৌদিয়া ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১৫ হাজার টাকা, নাজনিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে দুই হাজার টাকা, পুষ্পিতা হোটেলের মালিককে ১৫ হাজার টাকা, পূর্ণিমা রেস্তোরা অ্যান্ড কাবাব গার্ডেনের মালিককে তিন হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বনলতা সুইটস অ্যান্ড বেকারির মালিককে পাঁচ হাজার টাকা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অপরাধে আবুল কাশেমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ড. শেখ মুহ. রেজাউল ইসলাম ও ঢাকা বিভাগীয় সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।