ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে বিশেষ শিশুদের মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বসুন্ধরা সিটিতে বিশেষ শিশুদের মিলনমেলা ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গল্প, আড্ডা, সেলফি আর গানের সুরে নেচে উঠলো ফারহাদ, সুপ্ত, পশলা, সুমাইয়াসহ আরও কয়েকজন শিশু। তবে ওরা সাধারণ শিশু নয়, বিশেষ শিশু।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাদের বলে অটিস্টিক শিশু। সমাজের মূল ধারা থেকে অনেক দূরে তাদের অবস্থান। সেই শিশুদের মূল ধারায় সংযুক্ত করার সুযোগ করে দিল বসুন্ধরা সিটি শপিং মল।

বসুন্ধরা সিটির সঙ্গে প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবল (পিএফডিএ) যৌথভাবে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অটিজম এবং অন্যান্য বিকাশ সংক্রান্ত অক্ষমতায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি উন্নয়নের লক্ষ্যে আয়োজন করে অটিজম বিষয়ক জনসচেতনতামূলক বিশেষ প্রচারণা।

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৮ এ ক্যাপ্রিকর্ন ওয়ার্ল্ডে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শুরু হয় দু’দিনব্যাপী এ প্রচারণা কর্মসূচি।

বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর আগে থেকেই মা-বাবার সঙ্গে শিশুরা আসে ক্যাপ্রিকর্ন ওয়ার্ল্ডে।

তাদের সঙ্গে উপস্থিত হন লেখক-অধ্যাপক ড. জাফর ইকবাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী ইয়াসমিন হকও।

এ আয়োজন নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ড. জাফর ইকবাল বলেন, আমার একসময় ধারণা ছিল, তাদের অক্ষমতা রয়েছে। কিন্তু এখন আমি পুরোপুরি সে জায়গা থেকে সরে এসেছি।   

ওরা আমাদের চেয়ে অনেক ভালো ভালো কাজ করতে পারে। ওদের দয়া করতে হবে না, আমাদের পাশাপাশি থাকতে দিতে হবে। সমান সুযোগ দিলেই ওরা নিজেদের অবস্থান তৈরি করে নেবে, যোগ করেন জাফর ইকবাল।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান নিজেই বিশেষ শিশুদের নিয়ে এমন আয়োজন করতে উদ্যোগ নিতে বলেন বলে জানান চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) ও বিসিডএল’র ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন।

তিনি বলেন, ভবিষতে বিশেষ শিশুদের নিয়ে এমন আয়োজনে সবসময় আমাদের সহযোগিতা থাকবে।

শিশুদের জন্য আকর্ষণীয় পর্ব ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত শিল্পী প্রীতমের ‘টুইঙ্কেল টুইঙ্কেল’, ‘সোনা দিয়া বান্দাইয়াছি ঘর’ গানের সুরে সুর মেলায় শিশুরা। এক পর্যায়ে নিজেরাই উঠে পড়েন মঞ্চে। গানের সুরে সুর মিলিয়ে নেচে ওঠে শিশুরা। আর হল ভর্তি দর্শক উৎসাহ জোগায় তাদের।

সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদ শুধু গান গেয়েই শোনাননি, তার জন্মদিনটিও উদযাপন করেছেন এই বিশেষ শিশুদের সঙ্গে। জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন শিশুদের নিয়ে। কেক কেটে বেলুন উড়িয়ে প্রীতমের সঙ্গে আনন্দে মেতে ওঠে শিশুরাও।

তাদের সঙ্গে জন্মদিন উদযাপনের প্রতিক্রিয়ায় প্রীতম বলেন, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন, এই শিশুদের নিয়ে যেকোনো অনুষ্ঠানে আমি আসবো, গাইবো।

পিএফডিএ’র পক্ষে সাজিদা রহমান ড্যানি বলেন, অটিজম আক্রান্ত শিশুদের মূল ধারার শিশুদের সঙ্গে বেড়ে ওঠার জন্য সচেতনতামূলক কার্যক্রমের জন্য এ আয়োজন। সঠিক যত্ন নিলে ওরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হবে।  

‘ভালোবাসা, প্রকৃতি ও সুরক্ষা’, এই স্লোগানে উজ্জীবিত স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন পিএফডিএ দীর্ঘদিন ধরে স্নায়ুবিক প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পেশামূলক প্রশিক্ষণের পাশাপাশি, অটিজম আক্রান্ত ব্যক্তিদের সামাজিক স্বার্থ, সহযোগিতা ও সমন্বয় রক্ষার্থে জোরালো ভূমিকা রেখে আসছে।  

অনুষ্ঠানে বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব) শেখ আব্দুল আলিম, মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মেজর (অব.) মুস্তাফা রাহেল ইমামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিশেষ শিশুদের জন্য সমাজের সবাই এগিয়ে আসুক, এমনটাই কামনা করেন সবাই।

অনুষ্ঠানে এক বিশেষ শিশুর আঁকা একটি ছবি উপহার দেওয়া হয় লতিফুল হোসেনকে।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানের সহযোগিতায় ছিল অলংকার নিকেতন, ক্যাপ্রিকর্ন ওয়ার্ল্ড ও শতরূপা জুয়েলার্স।

বসুন্ধরা শপিং মলে নীল বাতি জ্বেলে অটিজম সচেতনতায় একাত্মতা প্রকাশ করে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমআইএইচ/এসএস

** বসুন্ধরা সিটিতে নীল আলো জ্বেলে অটিজম সচেতনতায় একাত্মতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।