ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে নীল আলো জ্বেলে অটিজম সচেতনতায় একাত্মতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বসুন্ধরা সিটিতে নীল আলো জ্বেলে অটিজম সচেতনতায় একাত্মতা ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুরো শপিং মলে নীল আলোর খেলা, অন্যদিনের তুলনায় বসুন্ধরা সিটি শপিং মল সন্ধ্যাবেলায় ভিন্ন এক রূপ ধারণ করে। অটিজম সচেতনতায় একাত্মতা প্রকাশ করে জ্বালানো হলো নীল বাতি।



সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অটিজম এবং অন্যান্য বিকাশ সংক্রান্ত অক্ষমতায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি উন্নয়নের লক্ষ্যে, অটিজম বিষয়ক জনসচেতনতামূলক বিশেষ প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যা থেকেই বসুন্ধরা সিটি শপিং মলকে নীল আলোয় ঢেকে রাখা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বসুন্ধরা সিটি শপিং মলের সঙ্গে প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবল (পিএফডিএ) যৌথভাবে দু’দিনব্যাপী এ প্রচারণা শুরু করে।

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির লেভেল-৮ এ ক্যাপ্রিকর্ন ওয়ার্ল্ডে বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) এবং বিসিডএল’র ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন নীল আলো জ্বালানো কর্মসূচির উদ্বোধন করেন।

এর পরই ভিন্ন এক রঙে আবির্ভাব হাওয়া বসুন্ধরা সিটির সামনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন শপিং করতে আসা শত শত মানুষ।

বিকেলের মূল পর্বে গল্প, আড্ডা, সেলফি আর সংগীত শিল্পী প্রীতম আহমেদের গানের সুরে নেচে ওঠে অটিজম আক্রান্ত বিশেষ শিশুরা।

লেখক-অধ্যাপক ড. জাফর ইকবাল ছাড়াও তার স্ত্রী ইয়াসমিন হক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব) শেখ আব্দুল আলিম, মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মেজর (অব.) মুস্তাফা রাহেল ইমাম, পিএফডিএ’র পক্ষে সাজিদা রহমান ড্যানি উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানের সহযোগিতায় ছিল অলংকার নিকেতন, ক্যাপ্রিকর্ণ ওয়ার্ল্ড ও শতরূপা জুয়েলার্স।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।