ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
সাতক্ষীরায় মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে চেম্বার অব কর্মাস আয়োজিত এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।



সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মেয়র এম এ জলিল, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।

মাসব্যাপী এ বাণিজ্য মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানের ৭১টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।