ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশ ফেরত শ্রমজীবীদের জন্য পেনশন ফান্ড

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
বিদেশ ফেরত শ্রমজীবীদের জন্য পেনশন ফান্ড গওহর রিজভী

ঢাকা: ‘গত ৬/৭ বছর ধরে বাংলাদেশে সার্বিকভাবে উন্নয়ন ঘটেছে। যা বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে।

বিশ্বের বড় বড় দেশ এখনও বিশ্বমন্দার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু বাংলাদেশে মন্দার কোনো আঁচই লাগেনি। বরং দিন দিন আমাদের বৈদেশিক ভাণ্ডার মজবুত হচ্ছে’।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস আয়োজিত ওয়ার্ল্ড সিরিজ-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাংলাদেশ বিদেশে জনশক্তি রফতানি করে শুধু বিপুল পরিমাণ অর্থ উপার্জন নয়, বিভিন্ন সুনাম অর্জন করেছে। এই সুনাম ধরে রাখতে আমাদের জনশক্তিকে দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাতে হবে।

এইচ টি ইমামের বক্তব্যের সময় ভূমিকম্প অনুভূত হলে তিনি তার বক্তব্য থামিয়ে সবাইকে বাইরে বেড়িয়ে যেতে বলেন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।

‘বিনিয়োগ রেমিটেন্স ও বাংলাদেশের অর্থনৈতিক ব্রান্ডিং’ শীর্ষক এ সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশে আমেরিকান দূতাবাসের অর্থনৈতিক প্রধান ডেনিয়েল কিন, অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান, ব্যাংকার হাফিজ আহমদ মজুমদার প্রমুখ।

আতিউর রহমান বলেন, আমাদের যারা বিদেশে কাজ করেন তাদের জন্য আমরা পেনশন ফান্ড চালু করতে যাচ্ছি। কেননা তারা যখন দেশে ফেরেন তখন তাদের হাতে কোনো টাকা থাকে না। আপনজনরা তাদের ঠকিয়ে থাকে। যাতে তারা দেশে ফিরে বিপদগ্রস্ত হয়ে না পড়েন, সেজন্য আমরা পেনশন ফান্ড চালু করবো।

সেকিল চৌধুরী বলেন, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস’র লক্ষ্য হলো- বিদেশে বাংলাদেশ মিশনসমূহে সেবার মান বৃদ্ধিকল্পে জনবল ও বরাদ্দ বৃদ্ধি, দক্ষ লোক নিয়োগ, বিদেশে দেশের ভাবমূর্তি উন্নয়নে নিবিড় কার্যক্রম পরিচালনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ।

২০১৪ সালের প্রাপ্ত বিষয়গুলো কার্যকরের জন্য ২০১৫ সালের কনফারেন্স সিরিজের ১০টি আর্ন্তজাতিক সম্মেলন (দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, আমেরিকা  ও কানাডা) আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

তিনি জানান, নভেম্বর মাসে ঢাকায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ২০১৫ সালের কনফারেন্স সিরিজের সমাপ্তি ঘটবে। সেন্টার ফর এন আর বি ২০১৪’র মার্চ মাসে ঢাকায় শুরু করে আগস্ট ২০১৪ পর্যন্ত মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসীদের নিয়ে ১৪টি কনফারেন্সের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।