ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়ার ব্যবসা পর্যালোচনা সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ব্যাংক এশিয়ার ব্যবসা পর্যালোচনা সভা

ঢাকা: ব্যাংক এশিয়ার ব্যবসা পর্যালোচনা সভা-২০১৫ গত শনিবার(২৫ এপ্রিল’২০১৫) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী সভার উদ্বোধন করেন।



ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ্, পরিচালক মো. নজরুল হুদা, এম শাহজাহান ভূইয়া ও মো. মশিউর রহমান এবং ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।

পর্যালোচনা সভায় ব্যাংকের বিগত বছরের ও এ বছরের প্রথম ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা এবং দেশের শিল্প ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে সভায় ২০১৫ সালের সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তার কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পাশাপাশি বর্তমান অর্থনীতি শিল্প ও বাজার পরিস্থিতি বিবেচনায় এনে সভায় মানবসম্পদ উন্নয়ন এবং নৈতিকভাবে ব্যবসা পরিচালনার মধ্য দিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।