ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেল ন্যাশনাল ব্যাংক

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেল ন্যাশনাল ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য ‘সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার-২০১৫’ পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

বুধবার (২৯ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

সেন্টার ফর এনআরবি’র পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে।  
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. গওহর রিজভী, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য শাখার প্রধান ডানিয়েল কিন ও সিপিডি’র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৯,২০১৫
এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।