ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষিতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ১ হাজার ৩১৯ কোটি টাকা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
কৃষিতে ইসলামী ব্যাংকের বিনিয়োগ ১ হাজার ৩১৯ কোটি টাকা

ঢাকা: অর্থনীতির অন্যান্য খাতের মতো কৃষি বিনিয়োগেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিগত ৫ বছরে কৃষিতে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের জন্য হাতে-কলমে আড়াই লক্ষাধিক কৃষককে প্রশিক্ষণ দিয়েছে এ ব্যাংক।



কৃষিপণ্য উৎপাদন, বাজারজাতকরণ, কৃষিসহায়ক শিল্প স্থাপন ও গুদামজাতকারণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করছে নিয়মিত।
সহায়ক বিনিয়োগ হিসেবে, কৃষি যন্ত্রপাতি বিনিয়োগ প্রকল্প, পল্লী উন্নয়ন প্রকল্প, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

কৃষি ও পল্লী ঋণ খাতে প্রতিটি ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের আড়াই শতাংশ হারে বাধ্যতামূলক বিনিয়োগের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক গত অর্থ বছরে ইসলামী ব্যাংকের ৭৫৫ কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু ব্যাংকটি এ সময়ে কৃষি খাতে মোট বিনিয়োগ করেছে ১ হাজার ৩১৯ কোটি টাকা, যা দেশের সব ব্যাংকের বিতরণকৃত ঋণের ৯ ভাগ এবং বেসরকারি ব্যাংকগুলোর মোট বিতরণকৃত ঋণের ২৩ শতাংশ।

বৃহস্পতিবার(২৯ এপ্রিল’২০১৫) ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, কৃষিকে বাণিজ্যিক ভিত্তি প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ বা কর্পোরেট উদ্যোক্তা পর্যায়ে বিনিয়োগ সুবিধাসহ অঞ্চলভিত্তিক বহুল পরিচিত ও উচ্চফলনশীল ফসল উৎপাদনে উৎসাহ দেয়া হয় হচ্ছে। কৃষিভিত্তিক শিল্পে এ পর্যন্ত ১ হাজার ৩৯৪ জন উদ্যোক্তার মাঝে ৫ হাজার ৩৫৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এছাড়া আমদানি নির্ভর ও উচ্চমূল্য ফসল খাতে বিশেষ বিনিয়োগ প্রদান করে আসছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে গ্রিন অর্থায়ন করা হচ্ছে।

এছাড়া সরকারের অগ্রাধিকার খাত তথা, ডাল, তৈলবীজ, মসলা ও ভূট্টা চাষে রেয়াতি মুনাফা হারে বিনিয়োগ করে আসছে। রেয়াতি হারে এ খাতে গত তিন বছরে প্রায় তিন কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

দেশের মোট শ্রম শক্তির ৪৫ শতাংশের অবদান কৃষি খাত উল্লেখ করে এতে আরও বলা হয়, ইসলামী ব্যাংক গত ৩ বছরে কৃষি, গবাদিপশু ও মৎস্য খাতে ২ লাখ ৫৩ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে। ২০১৪ সালে ২ হাজার ৩৬২টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ১ লাখ ৫৭ হাজার ১৮৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

কৃষিখাতে ইসলামী ব্যাংকের অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইতিবাচক দৃষ্টি ভঙ্গী, দক্ষজনবল ও নিবিড় মনিটরিং বলেও এতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।