ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকে ব্যবসা উন্নয়ন বিষয়ক সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ৬, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকে ব্যবসা উন্নয়ন বিষয়ক সভা

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “ব্যবসা উন্নয়ন” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২০১৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রার আলোকে ব্যাংকের শাখাসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক পরিকল্পনা এবং শ্রেণিবিন্যাসিত বিনিয়োগ আদায়ে অগ্রগতি প্রসঙ্গে জোনাল হেড ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. ফজলুল করিম এবং মুহাম্মদ মাহ্মুদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।