ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহজালালের (র.) মাজার জিয়ারতে স্বাব্যপ প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৫
শাহজালালের (র.) মাজার জিয়ারতে স্বাব্যপ প্রার্থীরা

ঢাকা: নির্বাচনী প্রচারনায় অংশ নিতে সিলেটে যাচ্ছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নির্বাচনের স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ (স্বাব্যপ) মনোনীত প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (০৭ মে) সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

সিলেটে পৌঁছে তারা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

পরে সেখানে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানান পরিষদের সাবেক আহ্বায়ক আবুল কাশেম আহমেদ।

২০১৫-১৭ বছরে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ।

এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে এ প্যানেলে ১৬ জন সদস্য রয়েছে।
 
 
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।