ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নদী দূষণ: ৪ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ৭, ২০১৫
নদী দূষণ: ৪ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকা: পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য মানিকগঞ্জের ১টি ও ঢাকার ৩টি কারখানাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানাসমূহের মধ্যে-১টি ডাইং কারখানা ও ৩-টি ওয়াশিং কারখানা।



দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার(৭ মে’২০১৫) পরিবেশ অধিদপ্তরের পরিচালক(মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার ৪টি কারখানার মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণ করে এ টাকা জরিমানা করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের তথ্য মতে, ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার(ইটিপি) এর মাধ্যমে কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করার দায়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলাধীন নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত(১) রাইজিং নিট টেক্সটাইল লিঃ কে-১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তরল বর্জ্য পরিশোধনাগার(ইটিপি) নির্মাণ ছাড়া এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে দীর্ঘদিন যাবৎ ওয়াশিং কার্যক্রম পরিচালনার দায়ে ঢাকা জেলার ভাটারা(জগন্নাথপুর) এলাকায় অবস্থিত(২) ফাতেমা ওয়াশিং-কে ৪ লাখ(৩) ইউরো ওয়াশিংকে ১ লাখ টাকা  এবং (৪) সানি ওয়াশিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।