ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংক- স্টার ইন্ডাস্ট্রিয়াল হোল্ডিংস দ্বিপাক্ষিক বৈঠক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মে ১০, ২০১৫
প্রাইম ব্যাংক- স্টার ইন্ডাস্ট্রিয়াল হোল্ডিংস দ্বিপাক্ষিক বৈঠক ছবি : সংগৃহীত

ঢাকা: প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং লেবাননের স্টার ইন্ডাস্ট্রিয়াল হোল্ডিং লি:এর চেয়ারম্যান ড: খাতার মাসাদ এর মধ্যে সম্প্রতি রাজধানীর স্থানীয় এক হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার তৌহিদুল আলম খান, স্টার সিরামিকস এর প্রধান নির্বাহী মো: মোয়াল্লিমুল ইসলাম এবং ফাইন্যান্স কন্ট্রোলার অজয় কুমার উপস্থিত ছিলেন।



বৈঠক সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল বলেন, ‘প্রাইম ব্যাংকের আছে মজবুত মূলধন ভিত্তি এবং গ্রাহকদের সন্তুষ্টির জন্য নতুনতর আঙ্গিকের সেবা ব্যবস্থাপনা, যা দিয়ে শুধুমাত্র স্থানীয় ব্যাংকগুলোর সাথেই নয়, বিদেশী ব্যাংকগুলোর সাথেও প্রতিযোগিতা করে যাচ্ছে।

আহমেদ কামাল খান চৌধুরী স্টার ইন্ডাস্ট্রিয়াল হোল্ডিং’এর দূরদর্শীতার ভূয়সী প্রশংসা করেন এবং দেশকে আরো একধাপ এগিয়ে নিতে বিশ্বস্ত আর্থিক সহযোগী হিসেবে গ্রুপটির পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।