ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘অ্যাক্টিভেশন ক্যাম্পেইন’ নিয়ে দু’শ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলালিংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
‘অ্যাক্টিভেশন ক্যাম্পেইন’ নিয়ে দু’শ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলালিংক ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের যুব সমাজকে অধিকহারে ইন্টারনেট ব্যবহারে আগ্রহী এবং তাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যে ‘অ্যাক্টিভেশন ক্যাম্পেইন’ উদ্বোধন করেছে বাংলালিংক।

এর আওতায় দেশব্যাপী দু’শ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গিয়ে এ কর্মসূচি পরিচালনা করে শিক্ষিত যুবকদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করা হবে।

একইসঙ্গে তাদের জন্য চিত্তাকর্ষক উপহারসহ আকর্ষণীয় ডাটা অফার করবে বাংলালিংক।

সোমবার (১১ মে) দুপুরে গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগারস ডেন’-এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলালিংকের প্রধান এক্সিকিউটিভ জিয়াদ শাতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  অ্যাক্টিভেশন কর্মসূচি পরিচালনাকালে প্রথমবারের মতো ‘লিপ মোশন গেম’সহ বিশেষভাবে ডিজাইনকৃত কিছু গেম উপস্থাপন করা হবে। এর ফলে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের লিজেন্ড ক্রিকেটার সাকিব-আল হাসানের সঙ্গে খেলার সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, যুগোপযোগী এমন একটি প্রকল্প হাতে নিতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংকের এ আয়োজন দেশের শিক্ষিত যুব সমাজকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে এবং তথ্যপ্রযুক্তির অবারিত সম্ভাবনা উন্মোচন করতে পারে বলে আমরা বিশ্বাস করি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে ইন্টারনেট মূল্যের প্রতিযোগিতা সৃষ্টি করেছে বাংলালিংক। ক্যাম্পেইনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি বাংলালিংকের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আইসিটি, শিক্ষাসহ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে বাংলালিংক।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পেইনটি পরিচালিত হবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আধুনিকায়নে বাংলালিংক সহযোগিতা করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিফ কর্মাশিয়‍াল অফিসার শিহাব আহমদ, সিনিয়র ডিরেক্টর তাইমুর রহমানসহ বাংলালিংকের অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ১১, ২০১৫
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।