ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে ২ জনকে পদোন্নতি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে ২ জনকে পদোন্নতি আবদুস সাদেক ভূইয়া ও মো. শামসুজ্জামান

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি উইং প্রধান মো. শামসুজ্জামান ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেছেন।  

আবদুস সাদেক ভূইয়া ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন।

তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেভেলপমেন্ট উইং, শাখা নিয়ন্ত্রণ বিভাগ ও মানবসম্পদ বিভাগের প্রধান এবং ডেপুটি চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৫৯ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়  হতে সমাজ কল্যাণে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮২ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

অন্যদিকে মো. শামসুজ্জামান ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এবং ব্যাংকের চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ব্যাংকের কুমিল্লা জোন ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান, চকবাজার শাখা, ধানমন্ডি শাখা, কুমিল্লা শাখা এবং খাতুনগঞ্জ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি বাহরাইনে রেমিট্যান্স আহরণের জন্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

তিনি ১৯৫৭ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।