ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওকাপিয়া মোবাইলে বিক্রয় ডটকমের অ্যাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
ওকাপিয়া মোবাইলে বিক্রয় ডটকমের অ্যাপ

ঢাকা: অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের অ্যাপ ইনস্টল করা থাকবে ওকাপিয়া মোবাইলে। চলতি বছরের ১ জুলাই থেকে কেনা নতুন ওকাপিয়া মোবাইলে বিক্রয় ডটকমের অ্যাপ ইন্সটল করতে হবে না।



এজন্য ওকাপিয়ার সঙ্গে চুক্তি করেছে বিক্রয় ডটকম। চুক্তি অনুযায়ী, ওকাপিয়া মোবাইল ব্যবহারকারীরা তাদের ফোনসেট দিয়েই পণ্যের ছবি তুলে, সংক্ষিপ্ত বর্ণনাসহ বিজ্ঞাপন আপলোড করে পণ্য বিক্রি করতে পারবেন।

বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকে গ্রাহকদের নিত্য-নতুন মোবাইল অ্যাপের সুবিধা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকাপিয়া। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি বিক্রয় ডটকমের সঙ্গে ওকাপিয়ার এ চুক্তি ব্যববহারকারীদের অত্যাধুনিক ও প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে একটি নতুন সংযোজন।

বাংলঅদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।