ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ১২, ২০১৫
পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

ঢাকা: সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের 'প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৫' স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন খুলনার অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবির।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল হালিম চৌধুরী উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের আমানত, অগ্রিম ও আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান।

সম্মেলনে বিভিন্ন শাখার সফলতার ওপর এবং ২০১৫ সালের ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।