ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুগ্ধ খামারিদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১২, ২০১৫
দুগ্ধ খামারিদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুগ্ধ খামার উন্নয়ন ও স্থাপনের জন্য উত্তরাঞ্চলের খামারিদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে প্রাণ ডেইরির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে কর্মসংস্থান ব্যাংকটি।



নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উবায়েদ উল্লাহ আল মাসুদ ও প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (ফিন্যান্স) উজমা চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেন, কোনো প্রকল্পই সরকার বা ব্যক্তির একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

প্রাণ উত্তরবঙ্গের চাষীদের জন্য যে উদ্যোগ নিয়েছে এবং কর্মসংস্থান ব্যাংক বাস্তবায়ন করছে তা দেশের উন্নয়নে কাজে লাগবে। এ ঋণের প্রধান অংশ নারীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন গর্ভনর।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে জেলা শহরে কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের জন্য সহজ শর্তে স্বল্প ব্যয়ের একটি পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে। এ তহবিল থেকে ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে ১০ শতাংশ সুদে ৩৭টি কৃষিজাত পণ্যে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে ঋণ প্রদান করা হচ্ছে।

এ সময় কর্মস্থান ব্যাংকের চেয়ারম্যান আখতার জামিল, প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, চিফ এক্সটেনশন ডা. রাকিবুর রহমান ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাণ ডেইরির হাব প্রকল্পের অধীনে নাটোর, পাবনা ও রংপুরে প্রায় দশ হাজার দুগ্ধ খামারি রয়েছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে একশ’ জন খামারিকে চাহিদা অনুযায়ী এক থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক কর্মসংস্থান ব্যাংকে ২শ’ কোটি টাকার একটি তহবিল প্রদান করেছে। সেখান উত্তরবঙ্গের দুগ্ধ খামারিদের মধ্যে (প্রাণের সঙ্গে চুক্তিবদ্ধ) একশ’ কোটি ঋণ বিতরণ করবে কর্মসংস্থান ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।