ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ মাসে এডিপি বাস্তবায়ন ৫৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১২, ২০১৫
১০ মাসে এডিপি বাস্তবায়ন ৫৫ শতাংশ

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৫৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।



অন্যদিকে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য তুলে ধরেন।

এই সময় তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ এডিপি বাস্তবায়নের হার ৫৬ ভাগ। টাকার অঙ্কে তা ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকা। ’

তিনি আরও বলেন, গত অর্থবছরের একই সময় পর্যন্ত এই হার ছিল ৫৪ ভাগ। টাকার অঙ্কে যা ছিল ৩৪ হাজার ৫৫৭ কোটি টাকা। এ হিসেবে ৯ হাজার কোটি টাকা বেশি কাজ হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী দাবি করেন।

আইএমইডির কর্মকর্তারা বলছেন, বছরের শুরুতে বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়ার পরও কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন হয়নি। মূলত সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোকে চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হলেও সেই অর্থ খরচ করতে পারেনি।

এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে শ্রম ও কর্মসংস্থান, পররাষ্ট্র, জনপ্রশাসন, শিল্প, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পানি সম্পদ, সেতু বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়নের হার প্রায় ৪০ শতাংশ।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের উন্নয়ন বাজেটের আকার ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।

সম্প্রতি সংশোধিত এডিপি কমিয়ে ৭৫ হাজার কোটি টাকা করা হয়েছে। আর আগামী অর্থবছরের এডিপির আকার ধরা হয়েছে ৯২ হাজার ৫০০ কোটি টাকা। যা আগামী বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন দেয়া হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমআইএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।