ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্মসংস্থান বাড়ানো নিয়ে আর্ন্তজাতিক সেমিনার বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
কর্মসংস্থান বাড়ানো নিয়ে আর্ন্তজাতিক সেমিনার বৃহস্পতিবার

ঢাকা: স্থিতিশীল দাম ও কর্মসংস্থান বাড়ানোর প্রতিযোগিতা বিষয়ে আর্ন্তজাতিক সেমিনার বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করবেন গর্ভনর ড. আতিউর রহমান।


যৌথভাবে এ সেমিনারের আয়োজক বাংলাদেশ ব্যাংক ও আর্ন্তজাতিক শ্রম সংস্থা (আইএলও)।

গর্ভনর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সেমিনারে অর্থ-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকতা, আর্ন্তজাতিক শ্রম সংস্থার প্রতিনিধি, দেশে কর্মরত সব ব্যাংকের কর্মকর্তা, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি, ইউনেস্কোর প্রতিনিধি, ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষকরা উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।