ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএলও’র পর্যবেক্ষণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধিতেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৫
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধিতেই গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থিক ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রণ কাঠামোর দূর্বলতা। এছাড়া প্রতিযোগিতাহীন ব্যাংকিং খাত ও ক্ষুদ্র পরিসরের শেয়ারবাজারও অন্যতম সমস্যা।

এসব সমস্যা সমাধানে গুরুত্ব না দিয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দিচ্ছে উন্নয়নশীল দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক এক সেমিনারে এসব তথ্য জানায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।  

সেমিনারের মূল প্রবন্ধে আইএলও’র সাবেক পরিচালক ড. মুহাম্মদ মোক্তাদা বলেন, উন্নয়নশীল দেশের বড় সমস্যা হচ্ছে কোনও নীতি প্রণয়ন করলে বা উদ্যোগ নিলে তার প্রভাব সঙ্গে সঙ্গে পড়ে না। এর পেছনে যৌক্তিক কারণ হিসেবে রয়েছে অধিক পরিমাণ নন-পারফর্মিং লোন (এনপিএল), উচ্চ সুদের হার, অতিরিক্ত তারল্য এবং খেলাপি ঋণের পরিমাণ বেশি থাকা ইত্যাদি।

তিনি আরও বলেন, এ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিকে সামনে রেখে মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। কর্মসংস্থান, দারিদ্র্য ও বৈষম্যের দিকে নজর রাখা হয় না। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান বাড়ানো। এখানে অনেক জনবল থাকলেও দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব রয়েছে।

এ সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেন, অভ্যন্তরীণ মূল্যমানের স্থিতি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে ব্যাংকসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের অবদান নিশ্চিত করতে নীতিগত সহযোগিতাও দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও উদ্যোক্তা তৈরি, সবুজ অর্থায়ন, সিএসআর কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো অদক্ষ জনবল, ঝুঁকিপূর্ণ কারখানা। যার ফলে উৎপাদন কমে যাচ্ছে। শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের নজর দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইএলও’র (জেনেভা) লেবার ও মার্কেটিং বিভাগের প্রধান এনায়েতুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, আবুল কাশেম, নাজনীন সুলতানাসহ অন্যান্য নির্বাহী পরিচালকেরা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসই/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।