ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাক কারখানায় কর্মঘণ্টা মানা হচ্ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫
পোশাক কারখানায় কর্মঘণ্টা মানা হচ্ছে না

ঢাকা: দেশের পোশাক কারখানাগুলোতে শ্রম আইন মানা হচ্ছে না। শ্রমিকদের ৮ ঘন্টার পরিবর্তে ১৬-১৭ ঘণ্টা খাটানো হচ্ছে।

আর পারিশ্রমিক দেয়ার বেলায় নামমাত্র ‘ওভারটাইম’ দেয়া হচ্ছে।

শুক্রবার (১৫ মে) সকাল এগারোটায় বাংলাদেশ ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় শ্রমিক নেতা বাশার বলেন, আমার নিজের দেখা কারখানাগুলোতে ৮ ঘণ্টার বেশি কোনো শ্রমিক কাজ করতে না চাইলে তাকে চাকরি থেকে বের করে দেয়া হচ্ছে। ওভারটাইম কখনোই শ্রম আইন অনুযায়ী দেয়া হয় না। তাছাড়া নানা ধরণের নির্যাতনতো আছেই।

সভার সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সবুজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল হোসাইন, শ্রমিক নেতা ওয়ারেস চৌধুরী সিদ্দিকী, কৃষক নেতা জাহেদ ইকবাল খানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শ্রমিকদের আন্দোলন সমন্বিত না। শ্রমিক ফেডারেশনগুলোকে একত্রে আন্দোলন করতে হবে। বাজার মূল্যের সঙ্গে শ্রমিকদের বেতন যথোপযুক্ত নয়। এ মজুরি আরো বাড়ানো উচিত। শ্রমিকদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা হয়। এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না হলে ভবিষ্যতের ফলটা ভালো হয় না।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ইউএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।