ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্বাচন এফবিসিসিআইয়ের

ভোট চাইছেন অগ্রণী ব্যাংক এমডি!

শাহেদ ইরশাদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ভোট চাইছেন অগ্রণী ব্যাংক এমডি! হাসিনা নেওয়াজ ও সৈয়দ আব্দুল হামিদ

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৩ মে।
 
এই নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হাসিনা নেওয়াজের পক্ষে ব্যবসায়ীদের কাছে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে ভোট চাইছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আব্দুল হামিদ।


 
সৈয়দ আব্দুল হামিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ভোটারদের মোবাইল ফোনে- ‘Our Director Mrs. Hasina Newaaz; Ballot No-1 of Chamber group is the candidate of FBCCI election-2015 from Mr. Matlub Ahmed panel, requesting you vote to please cast your vote in favour of her. With regards syed Abdul Hamid MD & CEO agrani bank limited.’ এই  ক্ষুদে বার্তা পাঠাচ্ছেন।
 
একজন সরকারি কর্মকর্তা হয়ে কোনো নির্বাচনে কারো পক্ষে ভোট চাইতে পারেন কিনা জানতে চাইলে কোনো উত্তর দিতে পারেননি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা সৈয়দ আব্দুল হামিদ।

রোববার তার অফিসে গিয়ে বাংলানিউজ প্রতিবেদককে দেখা করতে বলেন তিনি।
 
এদিকে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নির্বাচনে একজন পরিচালকের পক্ষে একটি সরকারি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার ভোট চাওয়ায় ভোটার মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী সৈয়দ আব্দুল হামিদের পদত্যাগ দাবি করে তার উদ্দেশে বলেন, কোনো প্রার্থীর জন্য ভোট চাইতে হলে সরকারি পদ-পদবি ছেড়ে মাঠে নামুন।
 
তারা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাইতে পারেন না। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরকে অবহিত করবেন বলেও জানান তারা।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ বাংলানিউজকে বলেন, অগ্রণী ব্যাংকের এমডি কারো পক্ষে ভোট চাইতে পারেন না।

তিনি বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ। তাকে ধরা হবে, কেন তিনি ভোট চান? প্রয়োজেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে। এজন্য প্রার্থিতাও বাতিল হতে পারে।  
 
হাসিনা নেওয়াজ অগ্রণী ব্যাংকের পরিচালক ও অর্কিড প্রিন্টার্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা। এফবিসিসিআই নির্বাচনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেলের পরিচালক পদে প্রার্থী হয়েছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।