ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব বৈঠক রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫
বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব বৈঠক রোববার

ঢাকা: আগামী ১৭ মে (রোববার) ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক। দু’দিনব্যাপী এ বৈঠকে অংশ নিতে ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব রাজীব খেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।



ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বাণিজ্যিক সুবিধা এবং অবাধ বাণিজ্য প্রবাহে স্থল কাস্টমস কেন্দ্রস্থাপন, দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নবায়ন, সীমান্ত হাটের অপারেশনস মোড সংযোজন সম্প্রসারণ বা নবায়ন ও সীমান্ত অবকাঠামো উন্নতিসহ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হবে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৩২৩, মে ১৬, ২০১৫
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।