ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদত্যাগ করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৯ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
পদত্যাগ করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৯ সদস্য

সাতক্ষীরা: সংগঠনের নির্বাচনের দাবিতে পদত্যাগ করেছেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নয় সদস্য। শনিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে তারা সংশ্লিষ্ট অফিসে পদত্যাগপত্র জমা দেন।



পদত্যাগকারীরা হলেন-ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম ও আবু মুছা, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম শাহীন, কাস্টমস বিষয়ক সম্পাদক ইসমাইল গাজী, যুগ্ম কাস্টমস বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম বন্দর বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী এবং কাজী নওশাদ দিলহাজ রাজু।

পদত্যাগকারীরা জানান, ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ট হয়ে উঠেছে ব্যবসায়ীরা। ২০১৪ সালে সংগঠনের সাধারণ সভায় সাধারণ সদস্যরা নির্বাচনের দাবি জানালে সর্ব সম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়।

কিন্তু ষড়যন্ত্র করে সেই নির্বাচন বন্ধ করে দেয় একটি চক্র। এর পরিপ্রেক্ষিতে নতুন নির্বাচনের দাবিতে তারা পদত্যাগ করেছেন।

এদিকে, লাইসেন্স হস্তান্তর জনিত কারণে নির্বাহী কমিটির আরো দুই সদস্যের পদ না থাকা ও নয় সদস্য একযোগে পদত্যাগ করায় কমিটির ১১টি পদ শূন্য হলো।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মতে, ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১১টি পদ খালি হলে আর ওই কমিটির কার্যকারিতা থাকে না।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।