ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্স্যুরেন্স সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইন্স্যুরেন্স সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা: মুশতাক হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. শাহজাহান পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি সমিতির কার্যালয়ে এফবিসিসিআই’র পরিচালনায় নির্বাচনের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।



এতে সহ-সভাপতি পদে খন্দকার আবুল কাশেম,  সোলায়মান খান, গোলাম মোহম্মদ; কোষাধ্যক্ষ পদে গোলাম মাবুদ; যুগ্ম সম্পাদক পদে খন্দকার এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন, আজিম আহমেদ, মহিউল ইসলাম টোকন, জালাল আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, এটিএম মনসুর আহমেদ, এসএম মনিরুজ্জামান, মো. জাহাঙ্গীর হোসেন, এন কে সেন, মো. শরফ উদ্দীন মিলন, সাইদুর রহমান, মো. আবু নাসের, মো. নওরোজ জামান ও পীযুষ তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।