ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক- গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ১৭, ২০১৫
ন্যাশনাল ব্যাংক- গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের চুক্তি সই

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ, শ্রীমঙ্গলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

সম্প্রতি রাজধানীর পিলখানাস্থ ন্যাশনাল ব্যাংকের কার্ড ডিভিশনে এ চুক্তি সই হয়।



রোববার (১৭ মে’২০১৫) ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ, শ্রীমঙ্গলের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা সাইদুল ইসলাম ভূঁইয়া (রোমেল) চুক্তিপত্রে সই করেন।

এ চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের প্ল্যাটিনাম ও গোল্ড কার্ড গ্রাহকরা ওই রিসোর্টের কক্ষ ভাড়া ও খাবারের ওপর বিশেষ ছাড় পাবেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।