ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার ফলবাজার ফরমালিন মুক্ত, দাবি বিক্রেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
খুলনার ফলবাজার ফরমালিন মুক্ত, দাবি বিক্রেতাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার ফলবাজার সম্পূর্ণ ফরমালিন মুক্ত বলে দাবি করেছেন ফল ব্যবসায়ীরা। রোববার (১৭ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ দাবি করেন।



খুলনা ফল আমদানিকারক মালিক সমিতি, কাঁচা পাকা মাল আড়ৎদার সমিতি ও খুলনা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফল আমদানীকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

তিনি বলেন, প্রতি বছর মধু মাসে মৌসুমি ফলের বিক্রি বাড়লেও এবার তার উল্টো চিত্র। ফলের আমদানি বাড়লেও বিক্রি একেবারেই নেই। বিশেষ করে মৌসুমি ফল আম ও লিচুর প্রতি কোনো আগ্রহই নেই ক্রেতাদের।

‘ফরমালিন আতঙ্কে ক্রেতারা ফলের বাজারে যাচ্ছেন না। এতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। অথচ খুলনার ফলের বাজার একেবারেই ফরমালিন মুক্ত,’ দাবি করেন এই ব্যবসায়ী।

আলমগীর কবির দাবি করেন, নিয়মিত পরীক্ষায় কোনো ফলেই ফরমালিন ধরা পড়ছে না। কিন্তু ক্রেতাদের মধ্যে এখনও ফরমালিন আতঙ্ক থাকায় ফল কিনতে বাজারে আসছেন না তারা।  

ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত করতে যে কেউ খুলনার বাজার থেকে ফল নির্ভয়ে কিনতে পারেন। এখানকার বাজারের ফলে ফরমালিন নেই।

‘সন্দেহ দূর করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করেও ফল নিতে পারেন। চ্যালেঞ্জ করছি-এখানকার দোকানের কোনো ফলে ফরমালিন কিংবা রাসায়নিক পদার্থ নেই। পাওয়া গেলে আইন অনুযায়ী যে কোন শাস্তি মাথা পেতে নেবো,’ যোগ করেন ফল ব্যবসায়ী আলমগীর কবির।

ব্যবসায়ীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, খুলনায় তিনটি সমিতির অধীনে প্রায় দেড় হাজারের বেশি ফল ব্যবসায়ী আছেন। বর্তমানে ব্যবসা না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকেই তাদের পেশা বদলের সিদ্ধান্ত নিয়েছেন। আর আমদানিকারক ও আড়তদাররা পুঁজি আটকে ব্যাংক ঋণের জালে আবদ্ধ হচ্ছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ফল আমদানীকারক মালিক সমিতির সভাপতি আব্দুল হামিদ, কাঁচা পাকা মাল আড়তদার সমিতির সভাপতি আবুল বাশার পাটোয়ারী, সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সাধারণ সম্পাদক আব্দুর রব মাষ্টার, খুলনা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেন তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।