ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাক রপ্তানিতে ট্যারিফ কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
পোশাক রপ্তানিতে ট্যারিফ কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট

ঢাকা: যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ট্যারিফ কমাতে কংগ্রেসম্যানদের কাছে প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।

রোববার ( মে ১৭) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।

 
 
বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষৎ শেষে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে যে ট্যারিফ আছে, তা কমাতে কংগ্রেসম্যানদের কাছে প্রতিবেদন দেবেন বলে মার্কিন রাষ্ট্রদূত আমাকে আশ্বাস দিয়েছেন। জিএসপি সুবিধার চেয়ে এটি বড় বলে জানিয়েছেন তিনি।
 
বর্তমানে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ ভ্যালুর পরিমাণ প্রায় ১৬ শতাংশ।
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন এবং কারখানা পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের কর্মকাণ্ডে মার্কিন রাষ্ট্রদূত খুশি।
 
মুজিবুল হক আরও বলেন, জিএসপির শর্ত পূরণে আমাদের কিছুই করার বাকি নেই। সব শর্তই আমরা পূরণ করেছি।
 
তবে শ্রমিক অধিকারের কিছু কিছু বিষয় পূরণ এখনো বাকি আছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
 
২০১৩ সালের ২৭ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিত করে। এ সুবিধা পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের কলকারখানার পরিবেশের উন্নতি, পরিদর্শক নিয়োগ, শ্রমিকদের অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন শর্ত বেধে দেয়।
 
বাংলাদেশ সময় : ২০০৮ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।