ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭ ডাইং কারখানার ৭৩ লাখ টাকা জরিমানা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মে ১৮, ২০১৫
৭ ডাইং কারখানার ৭৩ লাখ টাকা জরিমানা

ঢাকা: পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে ডাইং কারখানা পরিচালনা এবং এভাবে বিষাক্ত ও অপরিশোধিত তরল বর্জ্য বুড়িগঙ্গা নদীতে নির্গমনের মাধ্যমে নদী দূষণ এবং জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করায় ৭টি ডাইং কারখানাকে সর্বমোট ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক(মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকা জেলার শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় অবস্থিত এ ৭টি ডাইং কারখানার মালিক/প্রতিনিধি-কে রোববার(১৭ মে’২০১৫) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণ শেষে এ জরিমানা করেন।

সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারখানা সমূহের মধ্যে, (১)চাঁদনী টেক্সটাইল মিলস লিঃ-কে ১৪ লাখ টাকা; (২) সীবা ডাইং লিঃ-কে ১৩ লাখ টাকা; (৩) রানা এন্টারপ্রাইজ -কে ১০ লাখ টাকা; (৪) সুগন্ধা ডাইং লিঃ-কে ১০ লাখ টাকা; (৫) নূর এ মদিনা ডাইং লিঃ-কে ৬ লাখ টাকা; (৬) ইভানা ডাইং মিলস লিঃ-কে ৬ লাখ টাকা এবং (৭) এস এস ডাইং লিঃ-কে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।  

উচ্চ আদালতের এ সংক্রান্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১২ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃত্বে ঢাকা জেলার শ্যামপুর ও কদমতলী শিল্প এলাকায় দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭টি ডাইং কারখানা সিলগালা করে বন্ধ করা হয় এবং ২টি কারখানাকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এসএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।