ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘টিআইবি ভালো কিছু দেখে না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
‘টিআইবি ভালো কিছু দেখে না’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: সেরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ভালো কিছু চোখে দেখে না। শুধু নেগেটিভ দেখে।



সোমবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

এর আগে ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

সকালে টিআইবি সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি  করে।

টিআইবির এ প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তোফায়েল আহমেদ জানান, টিআইবি ছাড়াও কিছু সংস্থা নেগেটিভ ছাড়া ভালো কিছুই দেখে না।
 
পানি, বিদ্যুৎ, সড়ক ও বাণিজ্যে অগ্রগতি দেখতে পায় না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ২১ বছরের স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, বঙ্গবন্ধুর দৌহিত্রের নির্বাচনে বিজয় টিআইবি দেখতে পায় না।

নির্বাচন সুষ্ঠু হয়নি টিআইবির প্রতিবেদনের তথ্য অসত্য উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনে কোনো সহিংতার ঘটনা ঘটেনি তাও দেখতে পায় না।

বিএনপির নির্বাচনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেননি, এসবও দেখতে পায়না টিআইবি।

বাংলাদেশ সময় : ১৫০৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এসএমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।