ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ার শেরপুরে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
বগুড়ার শেরপুরে আল-আরাফাহ্ ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: বগুড়া জেলার শেরপুর থানাধীন ধুনট মোড়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২০তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার(১৭ মে’২০১৫) ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জোনের প্রধান মো: আবুল বাশার, মজুমদার প্রডাক্টস লি: এর ব্যবস্থাপনা পরিচালক চিত্তরঞ্জন মজুমদার, আলহাজ্ব বশির উদ্দিন, রেজওয়ানুর রহমান সোহেল, শেরপুর শাখা ব্যবস্থাপক এবিএম আব্দুল বাতেন প্রমুখ।

আলহাজ আব্দুল মালেক মোল্লা তার বক্তব্যে বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্যেই এই ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৫ সাল থেকে এই ব্যাংক জনগনের অর্থনৈতিক সেবার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।