ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পরিবেশক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পরিবেশক সম্মেলন সংগৃহীত

ঢাকা: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ মে’২০১৫) সিলেটের রোজ ভিউ হোটেলে আয়োজিত এ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার(অ্যাকাউন্টস্ অ্যান্ড ফাইন্যান্স) মো. গোলাম কিবরিয়া।



এছাড়া সেল্স অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার(স্কয়ার টয়লেট্রিজ লি.) আবু তৈয়ব সিদ্দিকী, হেড অব সেল্স শেখ মঈনুল ইসলাম, হেড অব মার্কেটিং নাফিসা আলম, সিনিয়র ম্যানেজার(অ্যাকাউন্টস্ অ্যান্ড ফাইন্যান্স)মাহমুদ হাসানও এতে বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার আমিনুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজার আত্তাব আলী, মার্কেটিং ম্যানেজার ইমতিয়াজ ফিরোজ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজার নূর-ই-এলাহি প্রমুখ।

সম্মেলনের শেষপর্যায়ে ২০১৪ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী পরিবেশকদের মধ্যে ‘ডিস্ট্রিবিউটর অব দ্য ইয়ার ২০১৪’-সহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।