ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টপ ভেন্ডরের স্বীকৃতি পেয়েছে নিট প্লাস

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
টপ ভেন্ডরের স্বীকৃতি পেয়েছে নিট প্লাস ছবি : সংগৃহীত

ঢাকা: মানসম্মত তৈরি পোশাক দেশের বাইরে বিক্রিতে স্বীকৃতি মিলেছে নিট প্লাস লিমিটেডের। পোশাকখাতের কোম্পানিটিকে এ স্বীকৃতি দিয়েছে জামার্নির স্বনামখ্যাত তৈরি পোশাক ক্রেতা অটো ইন্টারন্যাশনাল।

ক্রেতা প্রতিষ্ঠানটির কাছে এ বছর টপ ভেন্ডর(সেরা বিক্রেতা) হিসেবে বিবেচিত হয়েছে নিট প্লাস।

মঙ্গলবার(১৯ মে’২০১৫) ঢাকার গাজীপুরের মৌচাকে অবস্থিত এ গার্মেন্ট কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ পাটওয়ারীর কাছে এ স্বীকৃতি সনদ(সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট) তুলে দেন সোফি এরদমান এবং আদিনদা ধাল।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিট প্লাসের নির্বাহী পরিচালক আজাদ আহমেদ পাটওয়ারী।

২০০৭ সাল থেকে নিট প্লাস লিমিটেড তাদের জন্য তৈরি পোশাক তৈরি করে থাকে। অ্যাকর্ড পরিদর্শনে কারখানাটি গ্রিন হিসেবে পরিচিতি পেয়েছে।

স্বীকৃতি পাওয়ার বিষয়টিতে নিট প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ইশতিয়াক আহমেদ পাটওয়ারী বাংলানিউজকে বলেন, আমরা গুণগত মান বজায় রেখে কাজ করে চলছি। আজকের টপ ভেন্ডর হওয়া তারই বড় স্বীকৃতি। এ স্বীকৃতি ভাল কাছে আমাদের উৎসাহ যোগাবে। ২০০৩ সালে যাত্রা শুরু করে নিট প্লাস। ১০০% রপ্তানীমুখী প্রতিষ্ঠান আমাদের। এরইমধ্যে আইএসও ৯০০১-২০০৮ স্বীকৃতি মিলেছে।

সরকার পোশাক শিল্পের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাসের ব্যবস্থা করলে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্প আরও অগ্রণী ভূমিকা পালন করবে বলেও মত দেন শীর্ষ এ ব্যবসায়ী।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।