ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক খাতে ঋণ সুদ গড়ে ১১.৯৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৫
ব্যাংক খাতে ঋণ সুদ গড়ে ১১.৯৩ শতাংশ

ঢাকা: ব্যাংক খাতে মার্চ শেষে ঋণের গড় সুদ হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। গত ডিসেম্বর মাসে ছিল ১২ দশমিক ৪৬ শতাংশ।



আগের বছর একই সময় ১৩ দশমিক ৩৬ শতাংশ ছিল।

এছাড়া আমানতের সুদের হার সাত দশমিক ০৬ শতাংশ, স্প্রেড ৪ দশমিক ৮৭ শতাংশ হয়েছে।

মঙ্গলবার (১৯ মে’২০১৫) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে কার্যরত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিজেদের বিবেচনায় আমানত ও ঋণের সুদের হার নির্ধারণ করে থাকে। অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে থাকে বিভিন্ন অগ্রাধিকার খাতে ঋণের উচ্চসীমা। প্রাক জাহাজীকরণ রফতানি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাত শতাংশ ও কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১১ শতাংশ সুদহার নির্ধারণ করা হয়েছে। রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদ হার কার্যত ৩ শতাংশের কম।

এছাড়া বায়ার্স ক্রেডিট খাতে ৬ শতাংশ সুদ হারে ২৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে ১৬ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম ৯ মাসে বিতরণ করা হয়েছে ৭২ শতাংশ।

ক্ষুদ্র-মাঝারি ও নারী উদ্যোক্তা খাতে পুনঃঅর্থায়ন ঋণের জন্য এক সংখ্যার সুদ (সর্বোচ্চ ১০ শতাংশ) এবং কৃষি খাতে ডাল, তৈলবীজ ও মসলা জাতীয় ফসল চাষে চার শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। এসএমই খাতে পাঁচ হাজার ৭শ’ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসই/এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।