ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ সিটির বর্জ্য ব্যবস্থা‍পনায় জাপানের অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
৩ সিটির বর্জ্য ব্যবস্থা‍পনায় জাপানের অনুদান ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৯৭ কোটি টাকা অনুদান দিয়েছে জাপান সরকার।

বুধবার(২০ মে’২০১৫) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে বিনিময় নোট ও অনুদান চুক্তি সই হয়েছে।



‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব সলিড ওয়েস্টমেন্ট’ শিরোনামে এ প্রকল্পের অধীনে অনুদান দিচ্ছে জাপান সরকার।

বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব মো. আবু তাহের চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে চার্জ দ্য অ্যাফেয়ারর্স কাসি মাতুঙ্গা বিনিময় নোট ও মিকিও হাতাইদা অনুদান বিষয়ক চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের টাকা দিয়ে পরিবেশ সম্মতভাবে ৩ সিটির বর্জ্য সংগ্রহ করা হবে। আর এসব বর্জ্য সংগ্রহের জন্য অত্যাধুনিক যানবাহন, একশ ৫০টি কম্প্যাক্টর, কনটেইনার, ক্যারিয়ার ও ডাম্পট্রাক কেনা হবে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমআইএস/এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।