ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ২০, ২০১৫
১৫ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবি ছবি : রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘোষিত বেতন কাঠামো পূণনির্ধারণ করে ১৫ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির নেতারা।
 
বুধবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান।


 
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব হেদায়েত হোসেন।
 
শুরুতে লিখিত বক্তব্যে সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণসহ টাইম স্কেল ও সিলেকশনগ্রেড প্রথা বহাল রেখে ১৬টি গ্রেডে বেতন কাঠামো প্রণয়ন এবং সচিবালয়ের বাইরের কর্মচারীদের সব বৈষম্য দূরীকরণ নিশ্চিত করে প্রস্তাবিত বেতন স্কেল পুনরায় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর অনুরোধ জানান হেদায়েত হোসেন।
 
তিনি বলেন, তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। অথচ আমরাই সবচেয়ে বেশি কাজ করে থাকি। বর্তমানে পাওয়া বেতন খুবই কম। যা দিয়ে জীবনধারণ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
 
সবশেষে বেতন স্কেলের বিভিন্ন অসংগতি ও বৈষম্যের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
 
কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ ও ২৬ মে ঢাকার প্রতিটি সরকারি দফতর প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা।
 
২৭ মে বেলা ১১টায় আগারগাঁও সমাজসেবা অধিদফতরের উত্তর পার্শ্বের সড়কে কর্মচারী জমায়েত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ পথযাত্রা ও দাবি নিয়ে স্মারকলিপি প্রদান।
 
সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির নেতা ওয়ারেশ আলী, হানিফ ভূঁইয়া, শাজাহান মিয়া, শরীফ আবুল খায়ের প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ২০, ২০১৫
একে/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।