ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজ অ্যাওয়ার্ড পেলেন নারী উদ্যোক্তা ডালিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ২০, ২০১৫
বিজ অ্যাওয়ার্ড পেলেন নারী উদ্যোক্তা ডালিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: বেসরকারি খাতে ইউরোপের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘বিজ অ্যাওয়ার্ড-২০১৫’ পেলেন বাংলাদেশের নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী আয়েশা আখতার ডালিয়া।
 
ব্যবসা ও সমাজসেবায় অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়েছে।
 
ডালিয়া রেনেসাঁ গ্রুপের পরিচালক ও পিপলস রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী তিনি।
 
এথেন্সে তার হাতে এ পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক ওয়ার্ল্ড কব বিজ’র পরিচালক জন উইলিয়ামস। ডালিয়া এ পুরস্কার দেশের সমগ্র নারী সমাজকে উৎসর্গ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।