ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের অভিষেক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ২০, ২০১৫
রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের অভিষেক ছবি : সংগৃহীত

ঢাকা: রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) অভিষেক হয়েছে।

মঙ্গলবার (২০ মে) মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক সভায় এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রীয় মালিকানধীন ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ভিত্তি বেশ শক্ত। ব্যাংকের ব্যবসা-বাণিজ্য ও মুনাফাও ক্রমে বেড়ে চলছে।

এ সময় বিশেষ অতিথি হিসাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সংগঠনের সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন-জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাবিল হোসেন কাজী।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।