ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ১৮২০ কোটি টাকা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ১৮২০ কোটি টাকা

ঢাকা: হাসনারা বেগম। গ্রামের বধু।

স্বপ্ন ছিলো লেখাপড়া করে নিজে স্বাবলম্বী হওয়ার। বড় কিছু করার। লেখাপড়া শেষ না হতেই বউ হয়ে আসেন নরসিংদীর ব্রহ্মপুত্র তীরের খাস হাওলা গ্রামে। স্বামী দরিদ্র কৃষক। হাসনারা বেগমের সংসার চলছিলো কষ্ট আর সুখের দোলাচলে। তবুও সুখের আশা ছাড়লেন না তিনি। নিজের মেধা, প্রচেষ্টা আর পরিশ্রম দিয়ে ঘুরাতে চাইলেন  ভাগ্যের চাকা।

স্বল্প পুঁজি দিয়ে নিজ উদ্যোগে শুরু করলেন বাড়ির আঙ্গিনায় হাঁস-মুরগি পালন। হাসনারা আরো বড় কিছু করতে চাইলেন। প্রতিবেশীদের কাছ থেকে শুনে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য হন। শুরু হলো দিন বদলের পালা। ব্যাংক থেকে পর্যায়ক্রমে বিনিয়োগ নিয়ে হাসনারা বেগম শুরু করেন গাভী পালন, সবজি চাষ এবং ট্রলি ভাড়ার ব্যবসা।

বর্তমানে হাসনারা ১টি ট্রলি গাড়ী, ৩টি গরু এবং ৩ কানি জমির মালিক। এখন সে স্বাবলম্বী। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সুখের সংসার। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে তার উপার্জন। তাই হাসনারা বেগমের কৃতজ্ঞতার অন্ত নেই ইসলামী ব্যাংকের প্রতি।

হাসনারা বেগমের মত বাংলাদেশের ৬৪ জেলার সাড়ে ১৮ হাজার গ্রামের ৯ লক্ষাধিক সদস্যের জীবনে এমনই পরিবর্তনের আশীর্বাদ বয়ে এনেছে ইসলামী ব্যাংকের এই পল্লী উন্নয়ন প্রকল্প, যা শুরু হয়েছিলো ১৯৯৫ থেকে। কয়েক বছর আগেও গ্রামের মানুষের সহযাত্রী ছিলো দারিদ্র। আর অসহায়তার সবচেয়ে বড় শিকার ছিলো গ্রামীণ নারী ও শিশুরা।

ছেলেমেয়েরা দরিদ্র বাবা মায়েদের সাথে কৃষিকাজ বা অন্যান্য গৃহস্থালি কাজে সহায়তা করত। মহিলারা শত কষ্ট সয়েও উপার্জনের অংশ নিতে পারতো না।   সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফলে বিগত কয়েক দশকে বদলে যেতে শুরু করেছে এই চিত্র।

নারীর ক্ষমতায়নে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের অবদান এখন প্রায় সবখানে পরিলক্ষিত হচ্ছে। পল্লীর কর্মহীন ও দিশাহীন লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় এনে আর্থিক অন্তুর্ভুক্তিতে ভূমিকা রাখছে ইসলামী ব্যাংক। গ্রামের কর্মহীন দরিদ্র মানুষের দিনবদলের সহযোগী হিসেবে কাজ করছে ইসলামী ব্যাংকের এ উন্নয়ন প্রকল্প। এপ্রিল ২০১৫ পর্যন্ত এ ব্যাংকের আরডিএস বিনিয়োগের পরিমাণ ১৮২০ কোটি টাকা।

দারিদ্র নিরসন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও পল্লীর মানুষদের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রণীত এ প্রকল্প কৃষি ও কৃষিভিত্তিক পল্লী এলাকায় বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে আনছে। আরডিএস সদস্যদেরকে উৎসাহিত করা হয় সঞ্চয় গড়ে তোলার ব্যাপারে। পথ দেখানো হয় স্বাবলম্বী হওয়ার। ব্যাংক ৫ হাজার টাকা দিয়ে বিনিয়োগ প্রদান শুরু করে।

এসব বিনিয়োগের অর্থ নিয়ে তারা কৃষি কাজ, হাঁস-মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্পসহ বিভিন্ন কাজ শুরু করেন। ব্যাংকের কর্মীরাও পরামর্শ দেন তাদের উন্নয়নে। সমন্বয় করেন তাদের উদ্যোগ ও ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ কর্মসূচির মধ্যে। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাথমিক স্বাস্থ্য, ছেলেমেয়েদের পড়ালেখার গুরুত্ব, সঞ্চয়ের অভ্যাস গড়ার উপকারিতা ও সামাজিক জীবনে পারষ্পরিক সুসম্পর্কের উপর উৎসাহিত করা।  

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন কর্মসূচি অসহায় মানুষের এক বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে। ব্যাংক এসব কেন্দ্রের সদস্যদের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন ও টিউবওয়েল প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, ছেলেমেয়েদের বিবাহ অনুষ্ঠানে সহযোগিতা, বেকারদের কর্মমুখী প্রশিক্ষণে অংশগ্রহণে সহযোগিতা করে তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে।

পরিবেশ রক্ষায় ও সবুজায়নের জন্য ব্যাংক এসব সদস্যদের নিয়ে আয়োজন করে থাকে বৃক্ষরোপন কর্মসূচি। বিতরণ করা হয় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা।

ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের শুধু বিনিয়োগই প্রদান করেনা তাদের বিনিয়োগ কিভাবে সফল হবে সে বিষয়েও প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রকল্পের সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বৃত্তি প্রদান, প্রি-প্রাইমারি শিক্ষাদানের ব্যবস্থা করা হয়ে থাকে।

পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকের অনেকেই সফলতার ধারাবাহিকতায় লক্ষাধিক টাকার বিনিয়োগ গ্রহণ করেছেন। অনেকে ক্ষুদ্র বিনিয়োগ গ্রাহক থেকে এসএমই গ্রাহকে উন্নীত হয়েছেন। হয়েছেন স্বাবলম্বী। কর্মসংস্থানের সংকট কেটেছে কর্মহীন মানুষের। এভাবে পরিবর্তিত হতে শুরু করেছে পল্লী বাংলার সেই অন্ধকার দিকগুলো।

এসব পরিবারে এখন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। ছেলেমেয়েরা যায় স্কুল-কলেজে। বাড়ীর আঙ্গিনায় শোভা পায় শাক-সবজি বা ফুলের বাগান। ইসলামী ব্যাংকের সহযোগিতা নিয়ে সেইসব পরিবার থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ডাক্তার ইঞ্জিনিয়ার। অনেকেরই ভাঙ্গা টিনের চালের জায়গায় এখন উঠেছে পাকা দালান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।